ভিডিও কলে কথা বলা, অনলাইন মিটিং করা বা একসাথে কোনো গেইম খেলা, কোনো ফাইল/ডকুমেন্টস আদান-প্রদান করা, বন্ধুদের সাথে আমাদের প্রতিদিনের প্রয়োজন। এ ছাড়াও বাসায় বেড়াতে এলে বন্ধুরাও যেনো দ্রুতগতির ইন্টারনেট এক্সেস পায় সে কথা মাথায় রেখেই সাজানো হয়েছে বন্ধু প্যাকেজটি।
পরিবারের সদস্যরা নিজেদের প্রয়োজনীয় ডিভাইস ল্যাপটপ,স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করার পাশাপাশি বন্ধু বা আত্বীয় স্বজনদের সাথে ভিডিও কলে কথা বলা, ডকুমেন্টস শেয়ার করা-সহ বেড়াতে এসেও খুব সহজেই নিজেদের ডিভাইস ব্যবহার করতে পারবে।সাথে পাবেন উন্নত সেবা,নিরবিচ্ছিন্ন সংযোগ এবং দূর্দান্ত গতির নিশ্চয়তা। স্বাধীন নির্দিষ্ট স্পিডে সীমাবদ্ধ না করে বরং সার্ভিসের দিকে বেশি নজর দেয় এবং তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর, যেমনঃ আপনি যে ডিভাইসে, যে এপ্লিকেশনটি ব্যবহার করতে চান,তা চালানোর জন্য যতটুকু ব্যান্ডউইথ প্রয়োজন স্বাধীন তা নিশ্চিত করবে।