• ০১৯৫৮৬১৫৬৭৩,০১৯৫৮৬১৫৬৭৬
Best Freelancer Internet Package in Bangladesh

ফ্রীল্যান্সার প্যাকেজ

যাদের জন্য প্যাকেজটি

বর্তমান সময়ের বহুল আলোচিত একটা পেশা হচ্ছে ফ্রীল্যান্সিং। বর্তমান ফ্রীল্যান্সিং পেশায় যারা জড়িত আছেন তাদের একটা বড় অংশ শহরমূখী,আর তার একটা বড় কারনই হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট। অথছ তারা ওয়ার্ক এট হোম পদ্ধতিতে ফ্রীল্যান্সিং করলেও নিজের গ্রাম বা ইউনিয়ন বা পৌরসভায় নিজ বাড়িতে বসে কাজ করতে পারে না শুধুমাত্র দ্রুতগতির ইন্টারনেটের অসহজলভ্যতার কারনে।তাকে ঘুরে ফিরে সেই বাড়ির বাইরেই থাকতে হচ্ছে। অথছ,ঐ মানুষগুলো নিজ গ্রামে বসে, ফ্রীল্যান্সিং এর জন্য বিড করা থেকে শুরু করে কাজ জমা দিতে পারত,তাহলে নিশ্চয়ই তাদের নিজ গ্রামের বাড়ি-ঘড় ছেড়ে শহরে গিয়ে থাকতে হতো না। শুধুমাত্র দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পেতে গিয়ে তার জীবনযাত্রার মানের খরচ কয়েকগুন বেড়ে যাচ্ছে।অথছ,গ্রামে থেকেই যদি দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যেতো, তাহলে বাড়তি খরচ কমানোর পাশাপাশি নিজের এলাকায় থেকে নিজের পরিবারকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা করার পাশাপাশি নিজ এলাকার ছেলে-মেয়েদের ফ্রিল্যান্সিং ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষন দিয়ে গ্রামের ছেলেমেয়েদের যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে ঠিক তেমনি ফ্রীল্যান্সাররাও গ্রুপভিত্তিক কাজ বা এজেন্সি ফর্ম করে গ্রামগুলো বদলে যেতে পারে।আর এর সব কিছুর পেছনে একটা জিনিস জড়িত, আর তা হচ্ছে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ফ্রিল্যান্সিং প্যাকেজটি এমনভাবে ফ্রিল্যান্সারদের জন্য সাজানো হয়েছে যেনো একজন ফ্রিল্যান্সার খুব চমৎকার ভাবে সে তার গ্রামে বসেই দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের সকল সুবিধা ভোগ করতে পারে।

ফ্রিল্যান্সার প্যাকেজে ফ্রিল্যান্সাররা ফাইল শেয়ারের জন্য প্রয়োজনীয় আপলোড এবং ডাউনলোড ব্যান্ডউইথ সরবরাহ নিশ্চিত করা হবে।

সুবিধাসমূহ

১টা ডেস্কটপ, ১ টা ল্যাপটপ এবং ২ টি স্মার্টফোন ব্যবহার করা যাবে,পাশাপাশি চাইলে অন্য কোনো ডিভাইসও ব্যবহার করতে পারবেন, সাথে পাবেন উন্নত সেবা, নিরবিচ্ছিন্ন সংযোগ এবং দূর্দান্ত গতির নিশ্চয়তা।

স্বাধীন নির্দিষ্ট স্পিডে সীমাবদ্ধ না করে বরং সার্ভিসের দিকে বেশি নজর দেয় এবং তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর, যেমনঃ আপনি যে ডিভাইসে, যে এপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তা চালানোর জন্য যতটুকু ব্যান্ডউইথ প্রয়োজন স্বাধীন তা নিশ্চিত করবে।

সংযোগ পেতে

জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ